অধ্যাপক আবুতালেব ও ইব্রাহীম তর্খবাগীশ এর মতানুসারে সম্রাট আকবরের মোঘল বাহিনী ঈসাখাঁর সোনার গাঁ আক্রমনের উদ্দেশ্যে সেনাপতি মান শিংহের নেতৃত্বে বর্তমান মৈনম গ্রামের উপর দিয়ে ঈসাখাঁর রাজ্য সীমানায় প্রবেশ করে। ঈসাখাঁর সংগে যুদ্দে অংশ গ্রহন করার পূর্বে দীর্ঘ পথশান্ত বাহিনী মৈনমে বেশ দীর্ঘ সময় ধরে যাত্রা বিরতী করে বলে ধারনা করা হয়। "মঞ্জিল ই-আম" ফার্সী শ্বদ যার অর্থ অপ্রধান লক্ষ্য বা যাত্রাবিরতী। মঞ্জিলই-আম পরে মঞ্জিরাম এবং পরে মৈনম শব্দে রুপান্তরীত হয়েছে। মতান্তোের মামন সিংহ তার স্ত্রীর নাম অনুসারে এই এলাকা র নাম করন করেছিলেনকষব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS